Skip to main content

Posts

Showing posts with the label দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কি

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ Parties Civil Suits প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা

দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ। মোকদ্দমায় পক্ষভুক্ত কাকে বলে? দেওয়ানি মোকদ্দমার প্রয়োজনীয় পক্ষ কাকে বলে? দেওয়ানি মোকদ্দমার উপযুক্ত পক্ষ কাকে বলে? ভুল বিবাদীর নামে মোকদ্দমা দায়ের করলে কি করনীয়? কখন আদালত বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে? কখন আদালত অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করতে পারে? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কাকে বলে? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার শর্তসমূহ কি কি? দেওয়ানী মোকদ্দমা বা মামলা দায়ের থেকে শুরু করে ডিক্রি জারি পর্যন্ত ধাপগুলো কি কি? দেওয়ানি মোকদ্দমার পক্ষসমূহ দেওয়ানী মোকদ্দমায় দুই ধরণের পক্ষ থাকে। যথা: ১. বাদী পক্ষ (Plaintiff ) ২. বিবাদী পক্ষ |Defendants)  মোকদ্দমায় পক্ষভুক্ত [Joinder of Parties] কাকে বলে? দেওয়ানী কার্যবিধির ১নং আদেশে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে মোকদ্দমার পক্ষভুক্ত হতে পারে। মোকদ্দমার পক্ষভুক্তি ২ প্রকার যথা: ১. বাদীর পক্ষভুক্ত (Joinder of plaintiffs) এবং ২.বিবাদীর পক্ষভুক্তি (Joinder of defendants) একটি মোকদ্দমায় একাধিক ব্যক্তিকে বাদী এবং বিবাদী হিসেবে অর্ন্তভুক্ত করা যেতে পারে। একটি মোকদ্দমায় সকল...