- Get link
- X
- Other Apps
বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা কি কি? কিভাবে সরকার বা সরকারী কর্মচারী কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমার দায়ের করতে হয়? কিভাবে গণ-উপদ্রব বিষয়ে মোকদ্দমা দায়ের করতে হয়? কিভাবে জন-দাতব্য প্রতিষ্ঠান বিষয়ে মোকদ্দমা দায়ের করতে হয়? কিভাবে নাবালক এবং বিকৃত মস্তিক ব্যক্তি কর্তৃক কিংবা তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হয়? কিভাবে নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা দায়ের করতে হয়? স্বার্থবিহীন মামলা কাকে বলে? স্বার্থবিহীন মামলায় আরজিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে? বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা [Sepcial Suits] কি কি? ১. সরকার বা সরকারী কর্মচারী কর্তৃক মোকদ্দমা বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা [ধারা ৭৯ থেকে ৮১ এবং আদেশ২৭] ২. সংস্থা কর্তৃক বা সংস্থার বিরুদ্ধে মোকদ্দমা [আদেশ ২৯] ৩. বিদেশী রাষ্ট্র বা বিদেশী নাগরিক কর্তৃক মোকদ্দমা [ধারা- ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ও ৮৭] ৪. শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে কোন প্রশ্ন জড়িত মোকদ্দমা [আদেশ ২৭ক] ৫. নাবালক বা বিকৃত মস্তিক ব্যক্তি কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা [আদেশ ৩২] ৬. নি:স্ব ব্যক্তি কর্তৃক মামলা [আদেশ ৩৩] ৭. স্বার্থবিহীন মামলা [Interpleader suit] [আদেশ ৩৫] কিভাবে ...