- Get link
- X
- Other Apps
দেওয়ানি আদালতের রিভিশন কি ও কখন করা যায়? বিভিন্ন আদালতের রিভিশন এখতিয়ার। আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য কি? রিভিউ ও রিভিশনের মধ্যে পার্থক্য কি? কখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিভিশন আবেদন করা যায়? আপিল, রিভিউ, রিভিশন আপীল (Appeal) কাকে বলে: যদিও ফৌজদারী বা দেওয়ানী কার্যবিধিতে আপীলের কোন সজ্ঞা প্রদান করা হয়নি তবে আইনের বিভিন্ন পর্যালোচনা থেকে বলা যায় আপীলহ লো এক প্রকার আবেদন যা কোন রায়ে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে দাখিল করে এই উদ্দেশ্যে যে নিন্ম আদালতের রায় বাতিল বা বদল করাতে পারে। রিভিশন (Rivision) কাকে বলে: রিভিশন হলো উচ্চতর আদালতের এক ধরনের পূর্নবিবেচনামূলক প্রতিকার। যে ক্ষেত্রে আইনে আপিলের কোন বিধান নেই সেক্ষেত্রে রিভিশন করা যায়। রায়ে যদি আইনগত ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে উচ্চতর আদালত কর্তৃক ব্যবহৃত নিম্ন আদালতের তদারকি ক্ষমতাই হলো রিভিশন। রিভিশন শুধু আইনের প্রশ্নছই হয় কিন্তু আপিল ঘটনার প্রশ্ন ও আইনের প্রশ্ন উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেওয়ানী ও ফৌজদারী উভয় মামলার বিচারকার্যে রিভিউ প্রযোজ্যহয়। রিভিউ (Review) কাকে বলে? কিছু...