Skip to main content

Posts

Showing posts with the label দেওয়ানি আদালত শ্রেণীবিভাগ

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

Sec. 3 The Code of Civil Procedure, 1908 দেওয়ানি আদালত শ্রেণীবিভাগ

 Sec. 3 The Code of Civil Procedure, 1908 দেওয়ানী কার্যবিধি 1908 এর ৩নং ধারার বিস্তারিত আলোচনা ধারা ৩। আদালতের পর্যায়ক্রম- এই বিধি মােতাবেক জেলা আদালত হাইকোর্ট বিভাগ এর অধীন এবং জেলা আদালতের নিম্নপর্যায়ভুক্ত প্রত্যেক দেওয়ানি আদালত ও ক্ষুদ্র বিষয়ক বিচারক আদালত হাইকোর্ট বিভাগ ও জেলা আদালতের অধীন । দেওয়ানী কার্যবিধি ৩ ধারার বিশ্লেষণ এই ধারায় বাংলাদেশের আদালতের পর্যায় বর্ণনা করা হয়েছে। সকলের উপরে আছে হাইকোর্ট বিভাগ ও তাহার নিম্নে আছে জেলা আদালত ও তার নিম্নে আছে অন্যান্য দেওয়ানি আদালত। স্মল কজ আদালত জেলা আদালতের নিম্নে। দেওয়ানি আদালত কি? দেওয়ানি আদালতের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয় নাই। তবে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা-৯ অনুযায়ী, এই আইনে বর্ণিত বিধানাবলি সাপেক্ষে এবং প্রত্যক্ষ বা পরােক্ষভাবে নিষিদ্ধ না হইলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলার বিচার করায় এখতিয়ার আদালতের থাকিবে। এটা হতে এটা অনুমান করা হয় যে, যে সকল আদালত দেওয়ানি মামলার বিচার করে সেগুলােই দেওয়ানি আদালত নামে অভিহিত হবে। দেওয়ানি কার্যবিধির প্রস্তাবনায় যা বলা হয়েছে সেই অনুযায়ী নাগরিক বিবাদ বি...