- Get link
- X
- Other Apps
Chapter 23 Of Trials before Courts of Session তেইশতম অধ্যায় দায়রা আদালতে বিচার প্রসঙ্গে ধারা ২৬৫ক সরকারি কৌসুলী মামলা পরিচালনা করবেন দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে সরকারি কৌসুলী অভিযােগকারির পক্ষে মামলা পরিচালনা করবেন । ধারা ২৬৫খ অভিযােগকারির পক্ষে বক্তব্য শুরু আসামি ধারা ২০৫গ অনুসারে আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে সরকারি কৌসুলী আসামির বিরুদ্ধে আনিত অভিযোেগ বর্ণনার মাধ্যমে এবং কি সাক্ষ্য দ্বারা তিনি আসামির দোষ প্রমাণ করতে চাহেন তা বিবৃত করার মাধ্যমে নিজ বক্তব্য আরম্ভ করবেন। ধারা ২৬৫গ অব্যাহতি মােকদ্দমার নথি ও তদসহ দাখিলী দলিলাদি বিবেচনা এবং তৎসম্পর্কে আসামি ও অভিযােগকারির পক্ষের বক্তব্য শুনার পর আদালত যদি মনে করেন যে, আসামির বিরুদ্ধে মােকদ্দমা চালাইবার যথেষ্ট কারণ নাই, তা হলে আদালত আসামিকে রেহাই দিবেন ও ঐরূপ করার কারণ লিপিবদ্ধ করবেন। ধারা ২৬৫ঘ অভিযােগ গঠন ১) উপরিউক্তরূপ বিবেচনা ও শুনানির পর যদি আদালত এই অভিমতে উপনিত হন যে, আসামি একটা অপরাধ করেছে এইরূপ মনেকরার কারণ আছে, তা হলে আদালত আসামির বিরুদ্ধে একটি লিখিত অভিযােগ প্রণয়ন করবেন। ২) যেক্ষেত্রে আদালত উপ-ধারা (১) এর অধীন অভ...