Skip to main content

Posts

Showing posts with the label দস্যুতা ডাকাতি দস্যুতা শাস্তি ডাকাতির শাস্তি

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

দস্যুতা ডাকাতি দস্যুতা শাস্তি ডাকাতির শাস্তি

Of Robbery and Dacoity দস্যুতা ও ডাকাতি বিষয়ক ধারা ৩৯০ দস্যুতা প্রত্যেক দস্যুতায় হয় চুরি, না হয় বলপূর্বক গ্রহণ রয়েছে। যেক্ষেত্রে চুরি দস্যুতা বলে পরিগণিত হয় যদি চুরি করার ইচ্ছায় বা চুরি করতে, বা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে, অপরাধকারি তদুদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোন লােকের মৃত্যু ঘটায় বা তাকে আঘাত দান করে, তাকে অবৈধভাবে আটক করে বা করার উদ্যোগ গ্রহণ করে, বা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভয়ে অভিভূত করে বা অভিভূত করার উদ্যোগ গ্রহণ করে, তা হলে ঐ চুরি দস্যুতার সামিল হবে।  যেক্ষেত্রে বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে পরিগণিত হবে বলপূর্বক গ্রহণকালে অপরাধকারি লােক ভীতি প্রদর্শিত লােকের সম্মুখে উপস্থিত থাকলে ও ঐ লােক বা অপর কোন লােককে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবরােধের ভয়ে অভিভূত করে বলপূর্বক গ্রহণ করলে ও অনুরূপভাবে ভয়ে অভিভূত করে এরূপ ভীতি প্রদর্শিত লােককে তৎক্ষণাৎ বলপূর্বক গৃহীত বস্তু সমর্পণ করতে বাধ্য করলে ঐ বলপূর্বক গ্রহণ “দস্যুতা”-এর সামিল হবে। ব্যাখ্যা অপরাধি অপর লােককে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত...