Skip to main content

Posts

Showing posts with the label দস্যুতা কখন চুরি বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে ডাকাতি শাস্তি কি

Video Article in English Grammar Series Definite Indefinite articles

দস্যুতা Robbery কখন চুরি বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে ডাকাতি Dacoity শাস্তি কি

দস্যুতা কাকে বলে? কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে? বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে? দস্যুতা নির্ধারণের উপায় কি? দস্যুতার শাস্তি কি? ডাকাতি কাকে বলে? দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কি? ডাকাতির শাস্তি কি? দস্যুতা [Robbery] ধারা ৩৯০ দস্যুতা কাকে বলে? দণ্ডবিধির ৩৯০ ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক ধরণের অপরাধ। প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে? চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোন ব্যক্তিকে- ১. স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনী বাধা দেয় বা করার চেষ্টা করে, ২. মৃত্যু, আঘাত বা বেআইনী বাধার তাৎক্ষণিক ভয় দেখায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অপরাধী চুরি করার সময় কোন ব্যক্তিকে হত্যা বা আঘাত বা বেআইনী বাধা দেয়নি কিন্তু সে হত্যা বা আঘাত বা আটক রাখার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হবে। অর্থাৎ যেক্ষেত্রে চুরি করার সময় হত্যা, আঘাত বা বেআইনী আটক করা হয় বা চেষ্টা করা হয় সেটা তো অবশ্যই