- Get link
- X
- Other Apps
সাক্ষ্য আইন দলিল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৭৯ জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮০ লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮২ ইংল্যান্ডে যে সব দলিল সীল ও স্বাক্ষরের প্রমাণ ছাড়া গ্রাহ্য হয় সেগুলি সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৩ সরকারি কর্তৃত্বধীনে প্রণীত নকশা বা পকিল্পনা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৪ আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৫ আম-মােক্তারনামা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৬ বিদেশী বিচার বিষয়ক নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৭ পুস্তক, মানচিত্র ও চার্ট সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৮ তারবার্তা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৯ দাখিল করা হয় নি এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৯০ ত্রিশ বৎসরের দলিল সম্পর্কে অনুমান। Presumptions as to Documents সাক্ষ্য আইন দলিল সম্পর্কে অনুমান সাক্ষ্য আইন ধারা ৭৯ জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান যে দলিলকে কোন সার্টিফিকেট বলে বুঝতে দেয়া হয়, অথবা ...