Skip to main content

Posts

Showing posts with the label দলিল সংশোধন মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন

দলিল সংশোধন মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন

 chapter Three Of the Rectification of Instruments দলিল সংশোধন সম্বন্ধীয় ব্যাপারে ধারা ৩১ যখন দলিল সংশােধনযােগ্য যেক্ষেত্রে প্রতারণার মাধ্যমে বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে কোন চুক্তি বা অপর কোন লিখিত দলিল সত্যিকারভাবে তাদের উদ্দেশ্য প্রকাশ করে না, যে কোন পক্ষ বা তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশােধিত করার মােকদ্দমা রুজু করতে পারে এবং যদি আদালত ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত দেখতে পান যে, দলিল প্রণয়নের ক্ষেত্রে প্রতারণা বা ভুল করা হয়েছে এবং তা বলবতের ব্যাপারে পক্ষসমূহের সত্যিকার উদ্দেশ্য নিরুপণে সক্ষম হয় না, সেখানে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা অনুসারে যতদূর পর্যন্ত তা তৃতীয় পক্ষ কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করেই করা যায়, ততদূর পর্যন্ত দলিল সংশােধন করতে পারেন, যাতে তা সে উদ্দেশ্য প্রকাশে সক্ষম হয়। উদাহরণসমূহ - যখন দলিল সংশােধনযােগ্য ক) 'ক' 'খ'-এর কাছে তার বাড়ি ও বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটি বিক্রয়ে রাজীপূর্বক খ এর মাধ্যমে প্রস্তুতকৃত কাবালা সম্পাদন করেন যাতে খ-এর প্রতারণার ফলে তিনটি গুদামই অন্তর্ভুক্ত করা হয়। প্...