- Get link
- X
- Other Apps
The Penal Code, 1860 - দন্ডবিধি ১৮৬০ Chapter One প্রথম অধ্যায়। Introduction ভূমিকা Preamble প্রস্তাবনা যেহেতু বাংলাদেশের জন্য একটি সাধারণ দণ্ডবিধির ব্যবস্থা করা সমীচিন ও আবশ্যকীয়; সেহেতু নিম্নরূপ আইন প্রচলন করা হল। ধারা ১ বিধির শিরােনামা ও কার্যক্রমের পরিধি এই আইন দণ্ডবিধি, ১৮৬০ নামে পরিগণিত হবে ও এটা সারা বাংলাদেশে বলবৎ হবে। ধারা ২ বাংলাদেশের অভ্যন্তরে অপরাধগুলাের শাস্তি প্রতিটি ব্যক্তি বাংলাদেশের ভিতর এই বিধির বিধানাবলির পরিপন্থি যে কার্যাদি বা ক্রটির নিমিত্তে দায়ি বলে পরিগণিত হবে, তার প্রতিটি কার্য বা বিচ্যুতির জন্য এই বিধির আওতায় দণ্ডনীয় হবে, অপর কোনভাবে নয়। ধারা ৩ বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত তবে আইনবলে বাংলাদেশের ভিতর বিচারযােগ্য অপরাধগুলাের জন্য শাস্তি বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধের জন্য যে কোন বাংলাদেশি আইনবলে বিচারযােগ্য যে কোন লােকের বাংলাদেশের বহির্ভাগে যেকোন কর্মের জন্য এই বিধির বিধানগুলাে মােতাবেক বিচার করা হবে যেন এরূপ কার্য বাংলাদেশের ভিতর হয়েছে। ধারা ৪ বিদেশে অপরাধের জন্য বিধিটির পরিধির প্রসারণ নিম্নে উল্লেখিত ব্যক্তিগুলাের মাধ্যমে কোন অপরাধের বেলায়ও এই বিধির ...