- Get link
- X
- Other Apps
Chapter 2 - General Explanations দ্বিতীয় অধ্যায়ঃ সাধারণ ব্যাখ্যাগুলো ধারা ৬ আইনের সংজ্ঞাগুলাের অর্থ ভিন্নতা সাপেক্ষে হবে এই আইনের সব অপরাধের প্রতিটি সংজ্ঞা, প্রতিটি শাস্তির বিধান এরূপ সংজ্ঞা বা শাস্তির বিধানের প্রতিটি উদাহরণের অর্থ সাধারণ ভিন্নতাগুলাে শীর্ষক পরিচ্ছেদে উল্লেখিত ভিন্নতাগুলাে সাপেক্ষে করতে হবে, যদিও ঐ ভিন্নতাগুলাে এরূপ সংজ্ঞা, শাস্তিবিধান বা উদাহরণে পুনরায় উল্লেখ করা না হয়। উদাহরণগুলাে (ক) এই বিধির যে সমস্ত ধারায় অপরাধগুলাের সংজ্ঞাগুলাে উল্লেখিত আছে তা এই কথা ব্যক্ত করে না যে, সাত বছরের নিম্ন বয়স্ক শিশু এরূপ অপরাধগুলাে অনুষ্ঠান করতে পারে না; তবুও সংজ্ঞাগুলাের অর্থ সাত বছরের নিম্ন বয়স্ক শিশুর মাধ্যমে সম্পন্ন কোন কিছুই অপরাধ বলে পরিগণিত হবে না এরূপ ব্যবস্থা সম্বলিত সাধারণ ভিন্নতা সাপেক্ষে করতে হবে। (খ) ক একজন পুলিশ অফিসার খুন সংগঠনকারি ল কে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেন। এই ক্ষেত্রে ক অবৈধ গ্রেফতারের অপরাধে অপরাধি হবেন না, কারণ ল কে গ্রেফতার করার জন্য তিনি আইনত বাধ্য ছিলেন ও এতদকারণে কোন কিছু সম্পাদনের জন্য আইনত বাধ্য এরূপ কোন লােক দ্বারা কোন কিছু অপরাধ বলে পরিগণি...