Skip to main content

Posts

Showing posts with the label দণ্ড অনুমােদনের জন্য পেশ ফৌজদারী কার্যবিধি আইন

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

দণ্ড অনুমােদনের জন্য পেশ ফৌজদারী কার্যবিধি আইন

Chapter ২৭ - Of the Submission of Sentences for Confirmation সাতাশতম অধ্যায়-দণ্ড অনুমােদনের জন্য পেশ প্রসঙ্গে ধারা ৩৭৪ দায়রা আদালত কর্তৃক মৃত্যু দণ্ডাদেশ পেশ দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড দান করেন, তখন হাইকোর্ট বিভাগের নিকট কার্যক্রম পেশ করবেন এবং হাইকোর্ট বিভাগ উহা অনুমােদন না করা পর্যন্ত উক্ত দণ্ড কার্যকরী করা হবে না। ধারা ৩৭৫ আরও অনুসন্ধানের কিংবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দানের ক্ষমতা  ১) কার্যক্রম পেশ হওয়ার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, দণ্ডিত ব্যক্তির দোষ বা নির্দোষিতা সম্পর্কিত কোন বিষয় সম্পর্কে আরও অনুসন্ধান করা বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা উচিত, তা হলে উহা এইরূপ অনুসন্ধান ও সাক্ষ্য গ্রহণ করতে পারেন, কিংবা দায়রা আদালত কর্তৃক অনুসন্ধানের বা সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। ২) হাইকোর্ট বিভাগ ভিন্নরূপ নির্দেশ না দিলে উক্ত অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তিকে উপস্থিত হতে রেহাই দেওয়া যাবে। ৩) যখন হইকোর্ট বিভাগ কর্তৃক অনুসন্ধান কিংবা সাক্ষ্য গ্রহণ (যদি থাকে) করা না হয়, তখন অনুসন্ধানের ফলাফল এবং গৃহিত সাক্ষ্য সত্যায়নপূর্বক উক্ত আদালতে প্রে...