Skip to main content

Posts

Showing posts with the label দখলবলে মালিকানার অধিকার লাভ সুখাধিকার লাভ তামাদি আইন

Video Article in English Grammar Series Definite Indefinite articles

Acquisition of Ownership by Possession দখলবলে মালিকানার অধিকার লাভ ব্যবহারস্বত্বসমূহ সুখাধিকার লাভ তামাদি আইন

ধারা ২৬ ব্যবহারস্বত্বসমূহ / সুখাধিকার লাভ। উদাহরণ- ব্যবহারস্বত্বসমূহ / সুখাধিকার লাভ। ধারা-২৭। পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারির পক্ষে বা অনুকূলে সময় বর্জন অব্যাহতি। ধারা ২৮ সম্পত্তির অধিকার হারানো। ধারা-২৯ ব্যতিক্রম। Chapter Four Acquisition of Ownership by Possession চতুর্থ অধ্যায- দখলবলে মালিকানার অধিকার লাভ ধারা ২৬ ব্যবহারস্বত্বসমূহ / সুখাধিকার লাভ (১) যেক্ষেত্রে কোন বাড়িতে আলো কিংবা বাতাসের প্রবেশ এবং ব্যবহার সুখাধিকার হিসাবে ও অধিকার হিসাবে অব্যাহতভাবে ও বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ করা হয়েছে, এবং যেক্ষেত্রে কোন পথ কিংবা জলস্রোত কিংবা কোন পানির ব্যবহার কিংবা অপর যে কোন সুখাধিকার (ইতিবাচক, নেতিবাচক যাই হউক না কেন) কোন লোক সুখাধিকার এবং অধিকার হিসাবে তাতে স্বত্ব দাবি করে অব্যাহতভাবে ও বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে ভোগ করেছে, সেক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ এবং ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার কিংবা অপর কোন সুখাধিকার নিরঙ্কুশ এবং অলংঘনীয় অধিকারে পরিণত হবে। কোন মামলায় যদি উক্তরূপ কোন অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সে মামলায় ঐ উভয় ক্ষেত্