Skip to main content

Posts

Showing posts with the label তামাদির ক্ষেত্রে প্রতারণার ফলাফল তামাদি আইনের ১৮ ধারা

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

তামাদির ক্ষেত্রে প্রতারণার ফলাফল তামাদি আইনের ১৮ ধারা

প্রতারণা কাকে বলে?  তামাদির ক্ষেত্রে প্রতারণার ফলাফল আলোচনা কর ।  মামলা করার অধিকারের পুবে মৃত্যু হলে তার ফলাফল কি?  বিরুদ্ধ বা জবর দখল মতবাদ অলােচনা কর।  বিরুদ্ধ দখল বা জবর দখলের উপাদান কি কি?  স্বত্বের অধিকার কখন বিলুপ্ত হয়? জবর দখলের দাবি দখলকারী কি নিরঙ্কুশ বা চূড়ান্ত স্বত্ব প্রদান করে। দলিল ব্যতীত অন্যের অস্থাবর সম্পত্তি অর্জনের আইনগত বিধান আলােচনা কর। প্রতারণা (Fraud) কাকে বলে  প্রতারণার কোন সংজ্ঞা তামাদি আইনে দেয়া হয়নি। তবে ১৭ ধারা পর্যালােচনা করে বলা যায় প্রতারণা হচ্ছে এমন কোন উক্তি বা কাজ, যা উক্তিকারী নিজে সত্য বলে বিশ্বাস করে না, কিন্তু অপরকে সত্য বলে বিশ্বাস করাতে চেষ্টা করে এই উদ্দেশ্যে যে, সে নিজে লাভবান হবে এবং অন্যকে ঠকাবে। ব্রিটিশ কমন ল' অনুযায়ী প্রতারণা হলাে মিথ্যা জেনে বা কোন কিছুর সত্যতা যাচাই না করে কোন তথ্য সম্পর্কে এই উদ্দেশ্যে বর্ণনা করা যে, অপরপক্ষ সেই অনুসারে কাজ করবে এবং সেই কাজটি করে সে ক্ষতিগ্রস্ত হবে। তামাদির ক্ষেত্রে প্রতারণার ফলাফল । তামাদি আইনের ১৮ ধারা অনুযায়ী যেক্ষেত্রে কোন ব্যক্তি মামলা দায়ের করার অধিকারী ...