- Get link
- X
- Other Apps
Chapter Seven - Of the Appointment of Receivers অধ্যায় সাত - তত্ত্বাবধায়ক নিয়ােগ সম্বন্ধীয় ব্যাপারে ধারা ৪৪ তত্ত্বাবধায়ক / রিসিভার নিয়ােগ সুবিবেচনামূলক প্রক্রিয়াধীন মােকদ্দমায় তত্ত্বাবধায়ক নিয়ােগ আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন। দেওয়ানি কার্যবিধি আইনের নজির তার নিয়ােগের রকম ও ফলাফল এবং তার অধিকার, ক্ষমতা, কর্তব্য এবং দায়-দায়িত্ব দেওয়ানি কার্যবিধি কর্তৃক নিয়ন্ত্রিত হবে। আদালত কর্তৃক রিসিভার নিয়োগ সংক্রান্ত আলোচনা রিসিভার কাকে বলে? মোকদ্দমা চলাকালীন সময়ে বা আদালত দ্বারা ডিগ্রী প্রদান এর পরে ফরিয়াদির আবেদনক্রমে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৪৪ এর বিধান অনুসারে সালে সালিশি সম্পত্তির দেখাশোনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন যাকে রিসিভার বলে। ধারা ৪৪-এ বলা হয়েছে যে, রিসিভার নিয়ােগ, তার অধিকার, ক্ষমতা, কর্তব্য ও দায়-দায়িত্ব ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি কর্তৃক নিয়ন্ত্রিত। রিসিভারের ক্ষমতা কতটুকু? (Power of Receiver) আদালতের কাছে সংগত ও সুবিধাজনক মনে হলে দেওয়ানি কার্যবিধির নম্বর ৪০ এর আদেশের বিধি নং ১ এর উপবিধি অনুযায়ী নিম্নলিখিত...