- Get link
- X
- Other Apps
চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আরজি মুসাবিদা বা ড্রাফটিং প্রশ্ন: আপনার মক্কেলের প্রতিবেশী আপনার মক্কেলের বাড়ীর পূর্ব পার্শ্বে রাজউক এর নিয়ম মাফিক প্রয়োজনীয় জায়গা না ছাড়িয়া প্রাচীর নির্মাণ করে এবং দেওয়াল এত উঁচু করে যে, আপনার মক্কেলের বাড়ীতে আলো প্রবেশে বাধা সৃষ্টি করে। আপনার মক্কেল দেওয়ানী আদালত হতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় কি প্রতিকার পাইতে পারেন ? সংক্ষেপে একটি আরজি মুসাবিদা করুন। মুসাবিদার জন্য আপনি বাদী বিবাদীর নাম ঠিকানা ইচ্ছা মত বর্ণনা করিতে পারেন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২৯ ফেব্রুয়ারী ২০০৮ এবং ৮ জুন ২০১২ সালে এসেছিল। পরামর্শ: রাজউকের নিয়ম না মেনে উঁচু দেওয়াল নির্মাণ করায় মক্কেলের বাড়ীতে আলো প্রবেশ বাধাগ্রস্থ হচ্ছে। এই ক্ষেত্রে বাদীর জন্য প্রতিকার হতে পারে বিবাদী যে দেওয়াল নির্মাণ করেছে তা ভেঙ্গে ফেলা এবং বাদীর বাড়িতে আলো প্রবেশের ব্যবস্থা করা। অর্থাৎ বিবাদীকে উক্ত উঁচু প্রাচীর এমনভাবে ভেঙ্গে ফেলার আদেশের জন্য আদালতের নিকট আবেদন করতে হবে যেন বাদী তার বাড়িতে আলো পায়। এই ক্ষেত্রে বাদীকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারায় বাধ্যতামূলক...