- Get link
- X
- Other Apps
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, বার কাউন্সিল এডভোকেটশিপ পরীক্ষা ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? আদালতের ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই? শাস্তি ক এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? ক অন্য একটি চুরির মামলায় দন্ডিত হয়েছে। যেক্ষেত্রে কোন কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শান্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অপরাধিকে উক্ত দুই বা ততোধিক আইনের অধীন অভিযুক্ত করা যাবে। দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায় ? রায় প্রচারের পুর্ব তারিখ পর্যন্ত অভিযোগ গঠন করে- আদালত ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামী ডিসচার্জের আবেদন করতে পারে? চার্জ গঠনের সময় কোন ধরনের মামলার ক্ষেত্রে চার্জ সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে শুধুমাত্র টাকার পরিমান উল্লেখ করতে হয়- অর্থ আত্মসাতের মামলা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলা নিমলিখিত কোন ক্ষেত্রে চার্জের কোন ভুল ভ্রান্তি গুরুতর বলে বিবেচিত হবে না- ন্যায় বিচার ব্যহত না হ...