- Get link
- X
- Other Apps
প্রশ্ন: দেওয়ানী কার্যবিধি ১০ ধারার তাৎপর্য আলোচনা করুন। ঐ ধারা অনুযায়ী একটি মোকদ্দমায় স্থগিত করতে হলে কি কি শর্ত পালিত হইতে হইবে তা আলোচনা করুন। - বার কাউন্সিল পরীক্ষা, ২৯ আগষ্ট, ২০০৮। উত্তর: ১০ ধারার তাৎপর্য বা উদ্দেশ্য। দেওয়ানী মোকদ্দমার ক্ষেত্রে ১০ ধারা বিশেষ উদ্দেশ্যে দেওয়ানী কার্যবিধিতে যুক্ত করা হয়েছে। নিচে দেওয়ানী কার্যবিধির ১০ ধারার তাৎপর্য বা উদ্দেশ্য আলোচনা করা হলো। ১. বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়ানোঃ একই বিষয়ে আদালত যেন বিরোধপূর্ণ সিদ্ধান্ত না দেয় তা থেকে আদালতকে বিরত রাখতে দেওয়ানী কার্যবিধির ১০ ধারায় রেস-সাবজুডিস নীতিটি যুক্ত করা হয়েছে। সিদ্দিক মিয়া বনাম ইদ্রিস মিয়া মামলায় বলা হয়েছে, ১০ ধারার উদ্দেশ্য হলো মোকদ্দমার কার্যক্রমের বহুত্ব নিবারণ করা এবং বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা। আইনের নীতি হলো একই প্রতিকারের ক্ষেত্রে একই আদালত কর্তৃক দুইটি পরস্পর বিরোধী রায়ের সম্ভাবনা হতে আদালতকে বিরত রাখা। ২. মোকদ্দমার বহুত্ব নিবারণ করা: একই বিষয় নিয়ে যেন একাধিক মোকদ্দমা না হতে পারে তার একটি প্রতিরোধমূলক ব্যবস্থা ১০ ধারায় করা হয়েছে। রেস-সাবজুডিস নীতির উদ্দেশ্য হলো মোক...