- Get link
- X
- Other Apps
জালিয়াতি Forgery দ্বিবিবাহ বা দ্বিগামিতা Bigamy ব্যভিচার Adultry নারীর শালীনতা অমান্য অপরাধ সংঘটনের উদ্যোগ
জালিয়াতি কাকে বলে? মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে? বিভিন্ন ধরনের জালিয়াতির শাস্তি কি? দ্বিবিবাহ বা দ্বিগামিতা কাকে বলে? কোন কোন ক্ষেত্রে দ্বিগামিতা বা বহুবিবাহের অপরাধ সংক্রান্ত ৪৯৪ ধারা প্রযোজ্য হবেনা? দ্বিগামিতার বা বহুবিবাহের শাস্তি কি? দ্বিগামিতার বা বহুবিবাহের মামলা কিভাবে করতে হয়? ব্যভিচার কাকে বলে? ব্যভিচার এর শাস্তি কি? মানাহানি Defamation কাকে বলে? অপরাধমূলক ভীতি প্রদর্শন কাকে বলে? নারীর শালীনতা অমান্য করার শাস্তি কি? অপরাধসমূহ সংঘটনের উদ্যোগের শাস্তি কি? জালিয়াতি [Forgery] ধারা: ৪৬৩ থেকে ৪৮৯ দণ্ডবিধির ৪৬৩ ধারায় জালিয়াতি কে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ৪৬৫ ধারায় জালিয়াতির শান্তি উল্লেখ করা হয়েছে। জালিয়াতি কাকে বলে? দণ্ডবিধির ৪৬৩ ধারা অনুযায়ী কোন ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে কোন মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে- ১. কোন ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে ; বা ২. কোন দাবি বা অধিকার সমর্থন করতে; বা ৩. কোন ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ করতে: বা ৪. কোন লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে; বা ...