Skip to main content

Posts

Showing posts with the label জামিনের পিটিশন দরখাস্ত কিভাবে লিখতে হয় Drafting Bail Petition

Video Article in English Grammar Series Definite Indefinite articles

জামিনের পিটিশন দরখাস্ত কিভাবে লিখতে হয়? Drafting of Bail Petition

জামিনের দরখাস্ত বেইল পিটিশন (Bail Petition) -১ T সুলতানপুর সাব-রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে একটি জমি রেজিষ্ট্রি করাকালে সাব-রেজিষ্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারেন। সাব রেজিষ্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে The Code of Criminal Procedure, 1898 এর Section 195 (c) অনুসারে সংশ্লিষ্ট ম্যজিস্ট্রেট আদালতে The Penal Code, 1860 এর ৪৭১ ধারায় নালিশী দরখাস্ত দাখিল করলে আদালত T এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন। আপনি T এর নিযুক্ত আইনজীবী হিসেবে পূর্বোক্ত ঘটনায় উল্লিখিত তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে চারটি আইনানুগ যুক্তিসহ T এর জামিনের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২০২১ সালে এসেছিল। মোকাম বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা ক্রিমিনাল মিস কেস নং…. উদ্ভব: ক্রিমিনাল পিটিশন কেস নং ৩৩/২০২১ ধারা ৪৭১ দণ্ডবিধি, ১৮৬০ সাব-রেজিস্ট্রার সুলতানপুর সাব-রেজিস্ট্রি অফিস সুলতানপুর, ঢাকা ....নালিশকারী বনাম T পিতাঃ শহিদুল গাজী গ্রামঃ মানিকনগর, থানাঃ মোহনগঞ্জ, নেত্রকোনা বর্তমানে, রোড় নং ২৭, বাড়ী নং ৮৮, থানাঃ বনানী, ঢাকা ..