- Get link
- X
- Other Apps
Chapter Fourteen - Of Offences Affecting the Public Health, Safety, Convenience, Decency and Morals চতুর্দশ অধ্যায় -জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, কালিনতা ও নৈতিকতা বিষয়ক অপরাধ সম্পর্কিত ধারা ২৬৮ গণ-উপদ্রব যে লােক, এমন কোন কার্য করে বা এমন কোন বেআইনি বিচ্যুতির অপরাধে অপরাধি হয়, যা নিকটবর্তী অধিবাসী বসবাসকারি সম্পত্তির ব্যবহারকারি বা জনসাধারণ বা সাধারণভাবে জনগণের কোন সাধারণ ক্ষতি, বিপদাশংকা বা বিরক্তি উৎপাদন হয়, বা যা অনিবার্যভাবে যে জনগণ কোন কর্তৃত্ত্ব ব্যবহার করার সুযােগ অর্জন করতে পারে, সে জনগণের ক্ষতিসাধন, ব্যাঘাত, বিপদাশংকা বা বিরক্তি উদ্ভব করবে, সে লােক গণউপদ্রব্যের অপরাধে অপরাধি বলে সাব্যস্ত হবে। কিছু সুবিধা বা সুযােগ উদ্ভব করার অজুহাতে কোন সাধারণ উপদ্রব ক্ষমা করা যেতে পারে না। ধারা ২৬৯ অবহেলামূলক কার্য যার মাধ্যমে জীবন বিপন্নকারি রােগের সংক্রমণ বিস্তার করার আশংকা রয়েছে যে লােক, বেআইনিভাবে ও অবহেলামূলকভাবে এমন কোন কার্য করে, যার মাধ্যমে জীবন বিপন্নকারি কোন রােগের সংক্রমণ বিস্তার করার আশংকা আছে ও যার মাধ্যমে জীবন বিপন্নকারি রােগের সংক্রমণ বিস্তার করতে পারে জানা সত্ত্বেও বা...