- Get link
- X
- Other Apps
ঘোষণামূলক ডিক্রী ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আরজি মুসাবিদা একটি ঘোষণামূলক ডিক্রী ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আরজি ক এর পক্ষে 'খ' এর বিরুদ্ধে মুসাবিদা যেখানে 'খ' 'ক' কে তাহার পৈতিক নিবাস হইতে ভূয়া মৌখিক দানের ভিত্তিতে উচ্ছেদ করিতে চেষ্টা করিতেছে। নিম্নে বাদী 'ক' এর পক্ষে ঘোষণামূলক ডিক্রী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার দাবীতে একটি আরজি মুসাবিদা করা হলো। মোকাম: ১ম সহকারী জজ আদালত, ঢাকা দেওয়ানী মোকদ্দমা নং-০৭/২০০৭ "ক" পিতা: মোশারফ করিম ৪৪/গ, শেওড়াপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১০ --------------বাদী বনাম "খ" পিতা: খলিল আহম্মেদ ৫৯, শেওড়াপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১০ ----------বিবাদী বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় স্বত্ব ঘোষণাসহ উক্ত আইনের ৫৪ ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা মোকদ্দমার তায়দাদ (মূল্যমান)-১,০০০/- টাকা উপরোক্ত বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, ১. বাদী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং অত্র মোকদ্দমার আরজির তফসিলে বর্ণিত সম্পত্তিতে স্থায়ীভাবে বসবাসকারী এবং ভোগদখলকারী। অন্যদিকে অত্র...