Skip to main content

Posts

Showing posts with the label গণ উৎপাত - ফৌজদারী কার্যবিধি আইন

গণ উৎপাত - ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 10 - Public Nuisance - Law of Criminal Procedure দশম অধ্যায় - গণ উৎপাত - ফৌজদারী কার্যবিধি আইন ধারা ১৩৩ উপদ্রবের অপসারণের জন্য শর্তাধীন আদেশ ১) যে ক্ষেত্রে কোন জেলা ম্যাজিস্ট্রেট [বা অন্য যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট] অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশ রিপোর্ট বা অন্য কোনোরূপ সংবাদ পেয়ে এবং প্রয়োজন অনুসারে সাক্ষ্য (যদি থাকে) গ্রহণপূর্বক মনে করেন যে, জনসাধারণ আইন সঙ্গতভাবে ব্যবহার করছে বা করতে পারে এইরূপ কোন পথ, নদী বা খাল থেকে বা সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থান হতে কোন বেআইনি প্রতিবন্ধকতা বা উপদ্রব অপসারণ করা উচিত। কোন ব্যবসা বা পেশা চালানাে বা কোন মালপত্র বা পণ্যদ্রব্য রাখা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য বা শারিরিক আরামের পক্ষে ক্ষতিকর এবং সেই কারণে উক্ত ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা উচিত এবং সেই কারণে উক্ত ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হওয়া উচিত বা উক্ত মাল বা পণ্যদ্রব্য অপসারণ করা উচিত বা তা রাখা নিয়ন্ত্রণ করা উচিত; বা কোন অট্টালিকা বা দালান নির্মাণ, বা কোন পদার্থের বিলিবন্দেজ, যা সম্ভবতঃ প্রচন্ড অগ্নিকান্ড বা বিস্ফোরণের উপলক্ষ্য হতে প...