- Get link
- X
- Other Apps
অনিবন্ধিত বিক্রয় চুক্তি কি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে? ২১ক ধারা কখন হতে কার্যকর হয়? সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ডিক্রি প্রদানে আদালতের ক্ষমতা কতটুকু? কখন আদালত ডিক্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে? কখন আদালত ডিক্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে? কোন কোন ব্যক্তির জন্য চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য এবং বলবৎযোগ্য না? কে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পেতে পারে? কোন ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পেতে পারে না? কার বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন করা যায় ? কোন পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না? কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না? [Contracts not Specifically Enforceable] যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ ধারায় উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ ধারায় আদালত ৮টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দিবে না। যথা: ক. যে চুক্তির কার্যসম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়; খ. আদালত চুক্তির সুনির্দিষ্ট ...