Skip to main content

Posts

Showing posts with the label কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান

Video Article in English Grammar Series Definite Indefinite articles

কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান

Section 116 to 120 Special provisions relating to High Court Division Civil Procedure Code ধারা 116 থেকে 120 বিচারীক কমিশনার নয়, কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১১৬। এই (নবম) খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের প্রয়ােগযােগ্য এই খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য । ধারা ১১৭। হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে এই আইনের প্রয়ােগ এই খন্ড বা ১০ম খন্ড বা বিধিমালায় উল্লেখিত বিধানগুলাে ছাড়া এই আইনের বিধানগুলােও হাইকোর্ট বিভাগগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে। ১১৭ ধারার বিশ্লেষণ এই ধারার সাথে এই কার্যবিধির ধারা ১২০ এবং ২৯ মিলিয়ে পড়তে হবে। ধারা ১১৮। মামলার খরচ নির্ধারণের পূর্বে ডিক্রী জারি যেক্ষেত্রে কোন হাইকোর্ট বিভাগ ইহা গুরুত্বপূর্ণ মনে করে যে উহার মূল দেওয়ানি এখতিয়ার প্রয়ােগকালে প্রদত্ত ডিক্রী মামলার দায়মুক্ত খরচ নিরূপণ করার পূর্বেই জারি করা উচিত, সে ক্ষেত্রে আদালত ব্যয়ের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা ছাড়া ডিক্রীটি অবিলম্বে জারি করা হবে বলে এবং খরচের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা করারােপ দ্বারা খরচের অংক নিরূপণ হওয়ার সঙ্গে সঙ্গেই ডিক্রী জ