- Get link
- X
- Other Apps
ফৌজদারী মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি। থানায় পুলিশের নিকট মামলা দায়ের (ধারা ১৫৪ ও ১৫৫)। [ধারা-১৫৪] আমলযোগ্য মামলার সংবাদ [Information in Cognizable Cases ] । এজাহার দায়ের কি? প্রাথমিক তথ্য বিবরণী [FIR] কি? [ধারা ১৫৫] আমলঅযোগ্য মামলার সংবাদ [Information in Non-Cognizable Cases] । ফৌজদারী মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি যে কোন ব্যক্তি ২ টি উপায়ে ফৌজদারী মামলা দায়ের করতে পারে । তিনি কোন অপরাধ সংঘটন বিষয়ে থানায় পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট গিয়ে নালিশ দায়ের করতে পারে। থানায় পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে পুলিশ ১৫৪ ধারার পদ্ধতি অনুসরণ করে এবং আমলঅযোগ্য অপরাধের সংবাদ প্রদান করা হলে ১৫৫ ধারা অনুসরণ করে। অন্যদিকে কোন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য বা আমলঅযোগ্য উভয় অপরাধ বিষয়ে নালিশ দায়ের করতে পারে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ২০০ ধারার পদ্ধতি অনুসরণ করে। প্রকৃতপক্ষে পুলিশের নিকট অপরাধ সংঘটন বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হোক, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেটই ১৯০ ধারার অধীন অপরাধ...