- Get link
- X
- Other Apps
Of Currency Notes and Bank Notes কারেন্সি নোট ও ব্যাংক নোট বিষয়ক ধারা ৪৮৯ক কারেন্সী নোটগুলো বা ব্যাংক নোটগুলো জালকরণ কোন লোক যদি, কোন কারেন্সী নোট বা ব্যাংক নোট নকল করে বা জ্ঞাতসারে এটা নকলকরণ প্রক্রিয়ার যে কোন অংশ সম্পন্ন করে, তা হলে সে লোক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও তদুপরি জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে। ব্যাখ্যা, এই ধারার ও ৪৮৯-খ, ৪৮৯-গ, ও ৪৮৯-ঘ ধারাগুলোর লক্ষ্য বাস্তবায়নার্থে “ব্যাংক নোট” বলিতে চাহিবা মাত্র বাহকে অর্থ প্রদানের জন্য পৃথিবীর যে কোন অংশে ব্যাংকিং ব্যবসায়রত যে কোন লোক দ্বারা ইচ্ছাকৃত বা যে কোন রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা বা তার কর্তৃত্ত্বাধীনে ইস্যুকৃত ও অর্থের সমকক্ষ বা প্রতিকল্পহিসেবে ব্যবহারের জন্য অভিপ্রেত কোন প্রমিসরী নোট বা অঙ্গীকারপত্র বুঝাবে। ধারা ৪৮৯খ নকল বা মেকি কারেন্সি নোট বা ব্যাংক নোট খাঁটি বলে ব্যবহার করা কোন লোক যদি, কোন নকল বা মেকি কারেন্সি নোট বা ব্যাংক নোট, এরূপ কারেন্সি নোট বা ব্যাংক নোট নকল বা মেকি বলে অবগত হয়ে বা তার এরূপ বিশ্বাস করার কারণ থাকার পরও অপর কোন লোকের ক...