Skip to main content

Posts

Showing posts with the label কখন কোথায় কিভাবে ফৌজদারি মামলার রিভিশন করতে হয়

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

কখন কোথায় কিভাবে ফৌজদারি মামলার রিভিশন করতে হয়

কোন কোন আদালত ফৌজদারী মামলার রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে? কোন আদালতের নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা রয়েছে? রিভিশন এর ক্ষেত্রে কোন আদালত অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে? হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা কতটুকু? দায়রা জজের রিভিশনের ক্ষমতা কতটুকু? কোন কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না? কোন কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়? কত দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয় বা রিভিশন দায়েরের তামাদি মেয়াদ কতদিন? কত দিনের মধ্যে আপীল বা রিভিশন নিষ্পত্তি করতে হয়? ফৌজদারী মামলার রিভিশন প্রসঙ্গে [Of Revision of Criminal Cases] রিভিশন অর্থ হলো সংশোধন বা উৎকর্ষ সাধনার্থে পুনরীক্ষণ বা সতর্ক বিবেচনা। রিভিশন হলো নিম্ন আদালতের নথি পরীক্ষা করে উর্দ্ধতন আদালত কর্তৃক ভুলত্রুটি সংশোধন করা। ফৌজদারী কার্যবিধির ৪৩৫ থেকে ৪৪০ এবং ৪৪২ থেকে 88২ক পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন কোন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে? ফৌজদারী কার্যবিধির অধীন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে- ১. হাইকোর্ট বিভাগ ২. দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোন আদালতের নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা রয়েছে? ...