- Get link
- X
- Other Apps
এস্টোপেল Estoppel প্রতিবন্ধ কাকে বলে? এর উপাদান কি এস্টোপেল প্রকারভেদ প্রশ্ন উত্তর সাক্ষ্য আইন ১৮৭২ এস্টোপেল বা প্রতিবন্ধ কাকে বলে? এর উপাদান কি কি? এস্টোপেল বা প্রতিবন্ধের প্রকারভেদ বা সাক্ষ্য আইনের ১১৫ ধারা অনুযায়ী প্রতিবন্ধকতা নীতির ব্যাখ্যা। সাক্ষ্য আইনে এস্টোপেল বা প্রতিবন্ধের গুরুত্ব। এস্টোপেল ও রেস-জুডিকাটা বা দোবারা নীতির পার্থক্য কি। একজন নাবালক কি চুক্তি পরিহার করার জন্য তার নাবালকত্বের অযুহাত প্রদর্শন করতে প্রতিবন্ধকিত হবে? কোন্ কোন্ পক্ষগণের বিরুদ্ধে এস্টোপেল নীতি বলবৎ হবে? উত্তর: এস্টোপেল বা প্রতিবন্ধ (Estoppel) কাকে বলে : সাক্ষ্য আইনের ১১৫ ধারা অনুযায়ী- যখন কোন ব্যক্তি তার কোন ঘোষণা দ্বারা বা কোন কাজ দ্বারা বা কোন কাজ থেকে বিরতি দ্বারা অন্য কোন ব্যক্তিকে কোন কিছু সত্য বলে বিশ্বাস করিয়েছেন এবং সেই বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছেন তখন তাদের মধ্যে বা তাদের প্রতিনিধির মধ্যে কোন মামলায় প্রথম ব্যক্তি বা তার প্রতিনিধি উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবেন না। এটিই হলো এস্টোপেল বা প্রতিবন্ধ। উদাহরণ : ‘ক’ ১০১ নং দাগের একটি জমি ‘খ’ এর নিকট এই বলে মূল্যের বিনিময়ে বিক...