Skip to main content

Posts

Showing posts with the label এডভােকেটশীপ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা মৌখিক ভাইভা সহায়িকা

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

এডভােকেটশীপ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা মৌখিক ভাইভা সহায়িকা দেওয়ানি কার্যবিধির ধারা আদেশ ও বিধির উপর সংক্ষিপ্ত আলােচনা

এডভােকেটশীপ ও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা প্রিলিমিনারি/ মৌখিক/ ভাইভা সহায়িকা দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ধারা আদেশ ও বিধির উপর সংক্ষিপ্ত আলােচনাঃ ডিক্রি মামলার চূড়ান্ত নির্দেশকে সাধারণত ডিক্রি বলে। ধারা ২(২) মতে, ডিক্রি বলতে আদালত দ্বারা আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত সিদ্ধান্ত (Adjudicatin), যা মামলার বিতর্কিত বা তর্কিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। ডিক্রি দ্বারা মামলার পক্ষগণের অধিকার নির্দেশ করা হয়। সোলে ডিক্রি (Compromise Decree)  আপােষ মীমাংসার মাধ্যমে যে ডিক্রি প্রদান করা হয় তাকে সােলে  ডিক্রি  বলে। সােলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। আদেশ  আদেশ বলতে কোন দেওয়ানি আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যা ডিক্রি নয় । মামলার প্রসিডিং চলাকালিন সময় আদালত যে সব সিদ্ধান্ত দেন, তা আদেশ । ছানি মামলা (Mis.case) এর সিদ্ধান্তকে আদেশ বলে। রায়ের পূর্বে সম্পত্তি আটকের সিদ্ধান্তও হচ্ছে একটি আদেশ। রায়, ডিক্রি এবং আদেশ (Decree & Order) ১। ডিক্রি মামলার পক্ষসমূহর অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। তবে আদেশ মামলার পক্ষসমূহর অধিকার চূড়ান্ত...