Skip to main content

Posts

Showing posts with the label একত্রে বিচার এর দরখাস্ত মুসাবিদা Petition Drafting

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

একত্রে বিচার এর দরখাস্ত মুসাবিদা Petition Drafting

একত্রে বিচার এর দরখাস্ত মুসাবিদা আদালতে দায়েরের জন্য কজ টাইটেলে আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক একত্রে শুনানীর জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। এক্ষেত্রে শুনানীর জন্য যুক্তি এবং কারণসমূহ দরখাস্তে বর্ণনা করুন।  বাদী জামালউদ্দিন নালিশী সম্পত্তিতে তাহার স্বত্ব ঘোষণার জন্য যশোর ২য় যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ৬৩/২০০৩ দায়ের করে। বিবাদী নূরউদ্দিন স্বত্ব ঘোষণা ও বাটোয়ারার জন্য অন্য একটি দেওয়ানী মোকদ্দমা নং ১০০/২০০৩ দায়ের করে। উভয় মোকদ্দমা একই পক্ষগণের মধ্যে এবং একই নালিশী সম্পত্তি সংক্রান্ত। উভয় মোকদ্দমা একত্রে বিচার করা যায় কি না আপনার মক্কেল জামালউদ্দিন তাহা আপনার নিকট জানতে চায়। আপনার মক্কেল স্পষ্টত: সময় ও অর্থ বাঁচাতে চায়। এখন আপনি তাকে কি উপদেশ দিবেন এবং আদালতে দায়েরের জন্য কজ টাইটেলে আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক একত্রে শুনানীর জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। এক্ষেত্রে শুনানীর জন্য যুক্তি এবং কারণসমূহ দরখাস্তে বর্ণনা করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২৭ অক্টোবর ২০০০ এবং ১০ অক্টোবর ২০০৩ সালে এসেছিল। নমুনা উত্তর উপদেশ: দেওয়ানী কার্যবিধির ১০ এ...