- Get link
- X
- Other Apps
Chapter Fifteen - of Offences Relating to Religion ধারা-২৯৫ যে কোন শ্রেণি বিশেষের ধর্মবােধে অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতিসাধন করা বা অপবিত্র করা যে লােক এরূপ ইচ্ছায় বা এরূপ অবগতি সহকারে জনগণের যে কোন উপাসনালয় বা ঐ যে কোন ব্যক্তিবর্গ দ্বারা পবিত্র বলে পরিগণিত কোন বস্তু বিনষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে বা অপবিত্র করে যে, তাদ্বারা সে জনগণের যে কোন ধর্মের প্রতীক অবমাননা করবে বা জনগণের যে কোন এরূপ বিনষ্টকরণ, ক্ষতিসাধন বা অপবিত্রকরণকে তাদের ধর্মের প্রতি অবমাননা বলে বিবেচনা করার আশংকা আছে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা-২৯৫ক - যে কোন শ্রেণি বিশেষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে ঐ যে কোনর ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বিদ্বেষাত্মক কার্যগুলাে যে লােক, বাংলাদেশের নাগরিকবৃন্দের যে কোন ধর্মীয় অনুভূতিতে কঠোর অপমানিত করার ইচ্ছায় স্বেচ্ছাকৃত ও বিদ্বেষাত্মকভাবে উচ্চারিত বা লিখিত শব্দগুলাের সাহায্যে বা দৃশ্যমান কোন বস্তুর সাহায্যে এরূপ যে কোন ধর্ম বা ...