Skip to main content

Posts

Showing posts with the label আরজি সংশোধনীর দরখাস্ত মুসাবিদা

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আরজি সংশোধনীর দরখাস্ত মুসাবিদা Correction of Plaint

আরজি সংশোধনীর দরখাস্ত মুসাবিদা আদেশ ৬ এর ১৬ বিধি অনুযায়ী আদালত মোকদ্দমার যে কোন পর্যায়ে প্লিডিংসের (আরজি বা লিখিত জবাবের) যে কোন বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারে যদি উল্লেখিত বিষয়টি ১. অপ্রয়োজনীয় হয়, ২. কুৎসাজনক হয়, ৩. মোকদ্দমার সুষ্ঠু বিচার বাধাগ্রস্থ, বা বিলম্বিত করতে পারে। দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধিতে প্লিডিংস সংশোধন সম্পর্কিত বিধান করা হয়েছে। প্লিডিংস সংশোধন অর্থ হলো বাদী কর্তৃক তার আরজি সংশোধন এবং বিবাদী কর্তৃক তার লিখিত জবাব সংশোধন। অর্থাৎ বাদী তার আরজি এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধির অধীন দায়ের করতে পারে। মনে রাখতে হবে ৬ আদেশের ১৭ বিধিটি আরজি ও লিখিত জবাব উভয় সংশোধনের জন্য প্রযোজ্য। আদালত মোকদ্দমার যেকোনো পর্যায়ে মোকদ্দমার যেকোনো পক্ষকে প্লিডিংস সংশোধন বা পরিবর্তনের অনুমতি দিতে পারে । কিন্তু বিচার শুরুর পর প্লিডিংস সংশোধনের কোন আবেদন আদালত অনুমোদন করবে না যতখন পর্যন্ত না আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরও উক্ত আবেদনকারী মোকদ্দমার বিচার শুরু হবার আগে সংশোধ...