Skip to main content

Posts

Showing posts with the label আপীল কাকে বলে কে কখন আপীল দায়ের করতে পারেন

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আপীল কাকে বলে? কে কখন আপীল দায়ের করতে পারেন?

 আপীল কাকে বলে? কে কখন আপীল দায়ের করতে পারেন? আপীল পর্যায়ে কি অতিরিক্ত সাক্ষ্য নেয়া যায়?  মূল ডিক্রির বিরুদ্ধে কখন কিভাবে আপীল করা যায়? একতরফা, দোতরফা ডিক্রি ও সোলেনামা ডিক্রির বিরুদ্ধে কি আপিল চলে?  রিভিউ কি, কখন এবং কিভাবে করা হয়? রিভিউ নাকচ হলে আপিল চলে কিনা? আপিল কাকে বলে?  ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধিতে আপিলের কোন সংজ্ঞা দেয়া হয়নি। তবে দেওয়ানী কার্যবিধির ৯৬ ধারা থেকে ১১২ ধারা এবং ৪১ থেকে ৪৫ আদেশে আপিলের বিধান উল্লিখিত হয়েছে। উল্লিখিত বিধান অনুযায়ী নিম্ন আদালতের রায় কোন পক্ষ সম্পূর্ণ বা আংশিক পরাজিত হলে সেই পক্ষ আপিল এখতিয়ার সম্পন্ন আদালতে অধস্তন আদালতের রায় বাতিল বা সংশোধন চেয়ে যেআবেদন করে তাকে আপিল বলে। যিনি আপিল দায়ের করতে পারেন যে সকল ব্যক্তি আপিল দায়ের করতে পারেন তারা হলেন নিম্নরূপ: আদালতের রায় বা আদেশে যিনি ক্ষতিগ্রস্থ হয়েছেন তিনি উক্ত রায় বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মৃত্যুবরণ করলে বা অক্ষম হলে তাহলে তার বৈধ প্রতিনিধি আপিল দায়ের করতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তির হস্তান্তর গ্রহীতা আপিল দায়ের করতে পার...