- Get link
- X
- Other Apps
আপিল কাকে বলে এবং কে দায়ের করতে পারে? আপিল আদালতের ক্ষমতা। আপিল ও রিভিশনের পার্থক্য। ফৌজদারী আদালতের কোন দন্ড আপিলযোগ্য নয়? সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল। আপিলকারীর মূত্যু হলে আপিল চলবে কিনা? খালাস ও অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে আপিল। প্রশ্ন:আপিল কাকে বলে? উত্তর: ফৌজদারি কার্যবিধিতে আপিলের সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে বিভিন্ন পর্যালোচনায় বলা যায়: কলকাতা হাইকোর্ট একটি মামলায় আপিল সম্পর্কে বলেন: - নিম্ন আদালত কর্তৃক কোন মামলার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্দ পক্ষ উক্ত রায় সংশোধনী বা বাতিলের জন্য ঊর্ধ্বতন আদালতে যে দরখাস্ত করে তাকে আপিল বলে। অক্সফোর্ড অভিধানের সংজ্ঞা অনুযায়ী:- নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল বা সংশোধনের জন্য কোন মামলা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে স্থানান্তর হওয়াই হল আপিল। প্রশ্ন: যিনি আপিল দায়ের করতে পারেন; উত্তর: কোন আদালতের রায় বা আদেশে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয় বা যে পক্ষ সন্তুষ্ট হতে পারে না, সেই পক্ষ আইনে সুনির্দিষ্ট বিধান থাকলে উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারে। মেমোরেন্ডাম বা দরখাস্ত আকারে আপিল আবেদন করতে হয়। আপিল আবেদনে...