- Get link
- X
- Other Apps
Order 7 Plaint Civil Procedure Code আদেশ ৭ দেওয়ানী কার্যবিধি আইন Particulars to be contained in plaint যেসব বিষয়গুলাে আরজিতে উল্লেখ করতে হবে আদেশ ৭ বিধি ১ যেসব বিষয়গুলাে আরজিতে উল্লেখ করতে হবে নিম্নলিখিত বিষয়গুলাে আরজিতে অন্তর্ভূক্ত করতে হবে- ক) যে আদালতে মামলা করা হয় তার নাম; খ) বাদীর নাম, পরিচিতি ও বাসস্থান; গ) বিবাদীর নাম, পরিচয় ও বাসস্থান, যতদূর পর্যন্ত জানা যায়; ঘ) বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত হলে সে বিষয়ে বিবৃতি; ঙ) যে সব ঘটনার কারণে মামলার কারণ সৃষ্টি হয়েছে ও কখন তা সৃষ্টি হয়েছিল; চ) আদালতের এখতিয়ার আছে মর্মে প্রতীয়মান তথ্য; ছ) বাদী যে প্রতিকার দাবি করে; জ) বাদী যেক্ষেত্রে তার আংশিক দাবি পারস্পারিকভাবে পরিশােধ সম্মত হয়েছে বা বর্জন করেছে সেক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশােধ বা বর্জন করা হয়েছে এবং ঝ) আদালতের এখতিয়ার কোর্ট ফি নির্ধারণের লক্ষ্যে মামলার সারবস্তুর মূল্য সম্পর্কে বিবৃতি। আদেশ ৭ বিধি ১ বিশ্লেষণ -আরজি আরজি কি (Meaning of Plaint) আরজির বিষয়বস্তু (Contents of a Plaint) ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭নং আদেশের ১নং বিধি মতে, আরজিতে অব...