Skip to main content

Posts

Showing posts with the label আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত স্মল কজ কোর্টস কি

আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত স্মল কজ কোর্টস কি

Order 50 Small Cause Courts আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত Small cause Courts আদেশ ৫০ বিধি ১ ক্ষুদ্র বিষয়ক আদালত নিম্নে বর্ণিত বিধানসমূহ ১৮৮৭ সনের (১৮৮৭ সনের ৯নং আইন) প্রাদেশিক ক্ষুদ্র বিষয়ক বিচারাদালত আইন দ্বারা গঠিত আদালতসমূহে বা উক্ত আইনের অধীনে ক্ষুদ্র বিষয়ক আদালত এখতিয়ার প্রয়ােগকারী আদালতসমূহে প্রয়ােগযােগ্য হবে না, অর্থাৎ ক) এই তফসিলের যতদূর সম্পর্কিত ১) ক্ষুদ্র বিষয়ক আদালতে বিচারার্থে অধিগ্রহণ হতে মুক্ত মামলাগুলাে বা একই রকম মামলার ডিক্রী জারি; ২) স্থাবর সম্পত্তির বিপরীতে ডিক্রী জারি বা অংশীদারী সম্পত্তিতে অংশীদারদের স্বার্থ; ৩) বিচার্য বিষয় ধার্য সম্পর্কে; এবং খ) নিম্নোক্তি বিধি এবং আদেশগুলাে আদেশ-২, ১ (মামলা গঠন); আদেশ-১০, ৩ (পক্ষগণের জবানবন্দী লিপিবদ্ধকরণ); আদেশ-১৫, ৪ এ যতদূর পরিমাণ অবিলম্বে রায় ঘােষণা সম্বন্ধে বিধান ছাড়া ১৫ আদেশ;  আদেশ-১৮, বিধিগুলাে ৫ হতে ১২ (সাক্ষ্য); আদেশগুলাে ৪১ হতে ৪৫ (আপিলগুলাে); আদেশ-৪৭ বিধি ২, ৩, ৫, ৬, ৭ (পুনরীক্ষণ);