Skip to main content

Posts

Showing posts with the label আদেশ ৫ সমন দেয়া ও জারি করা

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Order 5 Issue and Service of Summons Civil Procedure Code আদেশ ৫ সমন দেয়া ও জারি করা

Order 5 Issue and Service of Summons Civil Procedure Code আদেশ ৫ সমন দেয়া ও জারি করা দেওয়ানী কার্যবিধি আইন বিধি ১ থেকে বিধি ৩১ বিধি ১। সমন Summons ১) যথার্থ উপায়ে মামলা করার পর নির্দিষ্টকৃত তারিখে বিবাদীকে উপস্থিত হতে এবং দাবির সমর্থনে জবাব প্রদানের জন্য মামলা দায়েরের পাঁচ কার্যদিবসের ভিতর এতদুদ্দেশ্যে আদালত দ্বারা নিযুক্ত অফিসার বিবাদীর কাছে সমন প্রেরণ করবে। তবে শর্ত হল যে, যদি আদালত দ্বারা নিযুক্ত অফিসার উক্ত সময়সীমার ভিতর সমন প্রেরণ করতে অসমর্থ হন, তাহলে সে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। তবে আরাে শর্ত থাকে যে, বিবাদী যদি আরজি দাখিল করার সময়ে উপস্থিত হয়ে বাদীর দাবি স্বীকার করে নেয়, তবে এরূপ কোন সমন প্রেরণ করা যাবে না। ২) বিবাদীর উপর উপবিধি-১ মােতাবেক সমন প্রেরণ করা হলে নিম্নোক্ত যে কোন পদ্ধতিতে বিবাদী হাজিরা দিতে পারেন- ক) ব্যক্তিগত ভাবে, বা খ) মক্কেলের নির্দেশ প্রাপ্ত এবং মামলা বিষয়ক গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর প্রদানে সক্ষম এবং কোন আইনজীবী কর্তৃক, বা গ) অনুরূপ সব প্রশ্নের উত্তর দানে সক্ষম কোন ব্যক্তি সহযােগে কোন আইনজীবী দ্বারা বিবাদী হাজিরা দিতে পারে। ৩) উপরিউ...