- Get link
- X
- Other Apps
Order 46 Reference আদেশ ৪৬ অভিমত গ্রহণ- দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৪৬ বিধি ১ হাইকোর্ট বিভাগে প্রশ্নের অভিমত গ্রহণ যেক্ষেত্রে ডিক্রী আপিলযােগ্য নয়, সেক্ষেত্রে মামলায় বা আপিলের শুনানীর সময় বা যেক্ষেত্রে উক্তরূপ কোন ডিক্রী জারি করার সময়, আইন বা আইনের ন্যায় কার্যকর কোন রীতি সম্পর্কিত এমন প্রশ্নের সৃষ্টি হয়, যার উপর মামলা বা আপিল বিচারকারী বা ডিক্রী নির্বাহী আদালত যুক্তিসঙ্গত সন্দেহ পােষণ করে, সেক্ষেত্রে এটা স্বতঃপ্রবৃত্ত হয়ে বা কোন পক্ষদের কোন লােকের আবেদনক্রমে মামলাটির ঘটনাবলি ও সন্দেহের বিষয়গুলাে সম্বলিত একটি বিবৃতি লিখিত করতে পারে এবং হাইকোর্ট বিভাগে সিদ্ধান্তের জন্য ঐ বিষয় নিজস্ব অভিমতসহ একই ধরনের বিবৃতি প্রেরণ করতে পারে। আদেশ ৪৬ বিধি ২ আদালত হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিক্রী প্রদান করতে পারেন অনুরূপ রেফারেন্স প্রেরণ করা সত্ত্বেও আদালত কর্মক্রম স্থগিত রাখিতে পারে বা মামলা অগ্রসর হতে পারেন, এবং হাইকোর্ট বিভাগ প্রেরিত বিষয় সম্বন্ধে সিদ্ধান্তের আলােকে ডিক্রী বা আদেশ প্রদান করতে পারেন; কিন্তু রেফারেন্সে প্রেরিত বিষয়ের উপর রায়ের নকল না পাওয়া পর্যন্ত যে মাম...