- Get link
- X
- Other Apps
Order 45 Appeals to the Appellate Division আদেশ ৪৫ আপিল বিভাগে আপিল আদেশ ৪৫ বিধি ১ ডিক্রী-এর সংজ্ঞা। ডিক্রী কাকে বলে? বিষয়বস্তুতে বা প্রসঙ্গে অপ্রীতিকর কিছু না থাকলে এই আদেশে ডিক্রী শব্দটির অর্থ চূড়ান্ত আদেশকে অন্তর্ভূক্ত করবে। আদেশ ৪৫ বিধি ২ যে আদালতের ডিক্রীর বিরুদ্ধে নালিশ করা হয় সে আদালতে দরখাস্ত যে কেউ আপিল বিভাগে আপিল করার ইচ্ছা পােষণ করলে যে আদালতের ডিক্রীর বিরুদ্ধে নালিশ আছে সে আদালতেই তাকে আবেদনপত্র দ্বারা দরখাস্ত করতে হবে। আদেশ ৪৫ বিধি ৩ মূল্য বা যােগ্যতা সম্পর্কে প্রত্যয়নপত্র ১) অনুরূপ প্রত্যেক আবেদনপত্রে আপিলের কারণগুলাে উল্লেখ করতে থাকবে এবং এইমর্মে প্রত্যয়নপত্রের জন্য আবেদন থাকবে যে টাকার অংক বা মূল্য বা প্রকৃতি বিবেচনায় মামলাটি ১১০ ধারার শর্তাবলি পূর্ণ করে বা অপর কোন কারণে মামলাটি আপিল ডিভিশনের কাছে আপিলযােগ্য। ২) উক্ত দরখাস্ত প্রাপ্তির পর আদালত উক্তরূপ সার্টিফিকেট প্রদান করা হবে না কেন কারণ দর্শাতে অপর পক্ষের প্রতি নােটিশ জারি করবে। আদেশ ৪৫ বিধি ৪ মামলাসমূহের একত্রীকরণ আর্থিক মূল্যমান নিরূপণের উদ্দেশ্যে সিদ্ধান্তের জন্য মূলতঃ একই বিচার্য বিষয় সম্পর্কিত এবং একই ...