- Get link
- X
- Other Apps
Order 44 Pauper Appeals আদেশ ৪৪ নিঃস্ব লােকের আপিল আদেশ ৪৪ বিধি ১ কে নিঃস্বভাবে মামলা করতে পারে ১) আপিল করার অধিকার যার আছে, যদি আপিলের স্মারকলিপির জন্য এধরনের যে কোন লােক দরকারি কোর্ট ফি দিতে অপারগ হয়, তবে স্মারকলিপির সঙ্গে সে নিঃস্ব লােক হিসেবে আপিল করার জন্য একটি দরখাস্ত পেশ করতে পারবে এবং এরূপ ক্ষেত্রে উক্ত লােক নিঃস্ব লােকের মামলা সম্বন্ধীয় এই আইনের বিধানগুলাে যতদূর প্রয়ােগযােগ্য তা সাপেক্ষে নিঃস্ব লােক হিসেবে আপিল করার অনুমতি দেয়া যাবে। নিঃস্ব লােকের আপিল গ্রহণের জন্য দরখাস্তের পদ্ধতি তবে শর্ত হল যে, আপিলের দরখাস্ত এবং যে রায় ও ডিক্রীর বিরুদ্ধে আপিল রুজু করা হয়েছে, সেগুলি দেখে আদালত যদি মনে করেন যে, উক্ত ডিক্রী আইনবিরুদ্ধ বা আইনের ন্যায় প্রচলিত রীতিবিরুদ্ধে নয় বা অপর কোন কারণের অসঙ্গত নয়, তবে আদালত উক্ত দরখাস্ত অগ্রাহ্য করবেন। নিঃস্ব লােকের আপিল সংক্রান্ত উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ। দরিদ্র লােক হিসেবে আপিল করার অনুমতি নাকচ হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। যাকে দরিদ্র লােক হিসেবে মামলা করার অনুমতি প্রদান করা হয়, তিনি মামলার ডিক্রীর বিরুদ্ধে দরিদ্র লােক...