- Get link
- X
- Other Apps
Order 42 Appeals from Appellate Decrees আদেশ ৪২ আপিলে ডিক্রী হতে আপিল Order 43 Appeals from Orders আদেশ ৪৩ আদেশগুলো হতে আপিল আদেশ ৪২ বিধি ১ আপিলে ডিক্রী হতে আপিল কর্মপদ্ধতি আপিলে ডিক্রী হতে আপিল-এর ক্ষেত্রে আদেশ-৪২ এর বিধিগুলাে যতদূর সম্ভব প্রয়ােগযােগ্য হবে। আদেশ ৪৩ বিধি ১ আদেশগুলাে হতে আপিল ১০৪ ধারা অনুযায়ী নিম্নোক্ত আদেশসমূহের বিরুদ্ধে আপিল করা চলবে- ক) আদেশ-৭ এর ১০ অনুযায়ী যথাযথ আদালতে পেশ করার জন্য আরজি ফেরত প্রদানের আদেশ; খ) আদেশ-৮ এর ৯ অনুযায়ী কোন পক্ষের বিরুদ্ধে রায়সহ আদেশ; গ) আদেশ-৯ এর ৯ অনুযায়ী মামলা রহিত রদ করার জন্য দরখাস্ত (আপিলবােগ্য মামলায়) অগ্রাহ্য করে প্রদত্ত আদেশ; ঘ) আদেশ-৯এর ১৩ অনুযায়ী একতরফা প্রদত্ত ডিক্রী রদ করতে আদেশের জন্য দরখাস্ত (আপিলযােগ্য মামলায়) অগ্রাহ্য করে প্রদত্ত আদেশ; ঙ) আদেশ-১০ এর ৪ অনুযায়ী কোন পক্ষের বিরুদ্ধে প্রদত্ত রায় সম্বলিত আদেশ; চ) আদেশ-১১ এর ২১ অনুযায়ী আদেশ; ছ) আদেশ-১৬ এর ১০ অনুযায়ী সম্পত্তি ক্রোকের জন্য প্রদত্ত আদেশ; জ) আদেশ-১৬ এর ২০ অনুযায়ী কোন পক্ষের বিরুদ্ধে রায় সম্বলিত আদেশ; ১) আদেশ-২১ এর ৩৪ অনুযায়ী কোন দলিলের বা পৃষ্ঠালি...