- Get link
- X
- Other Apps
Order 4 Institution of Suits - Civil Procedure Code 1908 আদেশ ৪ মামলা রুজুকরণ - দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ বিধি ১ ও বিধি ২ বিধি ১ মামলা আরজি দাখিলের দ্বারা রুজু করতে হবে ১) আদালত বা তৎদ্বারা এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট, আরজি হাজির করার দ্বারা প্রতিটি মামলা করতে হবে এবং আরজি সংশ্লিষ্ট যতজন বিবাদী থাকে, আরজির অবিকল নকল অনুরূপ সব বিবাদীর উপর পরােয়ানা জারি করার জন্য পেশ করতে হবে। ১ক) মামলার বেলায় পরােয়ানা জারি করার জন্য নির্ধারিত প্রদেয় কোর্ট ফি আরজি পেশ করার সময় এবং অন্যান্য কর্মক্রমের ক্ষেত্রে যখন পরােয়ানা ব্যবহার করা হয় তখন পরিশােধ করতে হবে। ১খ) সমনের একটি নকলসহ প্রত্যেক বিবাদীর জন্য সব বিবাদীর পূর্ণ ও সঠিক ঠিকানা যুক্ত যথােচিত খামে আগাম প্রদত্ত প্রাপ্তী স্বীকারপত্র আরজির সঙ্গে বাদীকে পেশ করতে হবে। ২) ৬ষ্ঠ ও ৭ম আদেশের বিধিগুলাে যতদূর প্রয়ােগযােগ্য হয়, তদনুসারে প্রতিটি আরজি প্রণয়ন করতে হবে। মামলার আরজি দাখিলের দ্বারা রুজু করতে হবে বিষয়ক ১ বিধির বিশ্লেষণ দেওয়ানি মামলা রুজুর প্রথম পর্যায় (First Stage) ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৪নং আদেশের ১নং বিধিতে দেওয়ানি মাম...