- Get link
- X
- Other Apps
Order 38 Arrest & Attachment before Judgment আদেশ ৩৮ রায়ের আগে গ্রেফতার এবং ক্রোক Arrest before Judgment রায়ের আগে গ্রেফতার আদেশ ৩৮ বিধি ১ যেক্ষেত্রে বিবাদীকে হাজির হওয়ার জন্য জামানত তলব করা যেতে পারে যেক্ষেত্রে ১৬ ধারার (ক) হতে (ঘ) দফা পর্যন্ত বর্ণিত প্রকৃতির মামলা ছাড়া অপর মামলার যে কোন পর্যায়ে শপথনামা দ্বারা বা অপর কোনভাবে আদালত পরিতুষ্ট হয় যে, ক) বিবাদী বাদীকে বিলম্বিত করার জন্য বা আদালতের কোন পরােয়ানা এড়ানাের লক্ষ্যে বা তার বিরুদ্ধে প্রদত্ত হতে পারে এরূপ কোন ডিক্রীজারি ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে ১. আত্মগােপন করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করেছে, কিংবা ২. আত্মগােপন করার বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করতে উপক্রম করেছে, বা ৩. তার সম্পত্তি বা তার কোন অংশ হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে অপসারণ করেছে, কিংবা খ) বিবাদী বাংলাদেশ ত্যাগ করার প্রচেষ্টা করেছে যে অবস্থায় উক্ত মামলায় বিবাদীর বিরুদ্ধে কোন ডিক্রী প্রদত্ত হলে, তা জারি করার বিষয়ে বাদী বাধাপ্রাপ্ত বা বিলম্বিত হওয়ার যুক্তিসম্মত আংশকা সৃষ্টি হয়েছে; সেক্ষেত্র...