- Get link
- X
- Other Apps
Order 37 Summary Procedure on Negotiable Instruments আদেশ ৩৭ হস্তান্তরযােগ্য দলিলের উপর সংক্ষিপ্ত পদ্ধতি আদেশ ৩৭ বিধি ১ হস্তান্তরযােগ্য দলিলের উপর আদেশের প্রয়ােগ এই আদেশ কেবলমাত্র হাইকোর্ট বিভাগ এবং জেলা আদালতের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে। আদেশ ৩৭ বিধি ২ বিনিময় পত্র ইত্যাদির উপর সংক্ষিপ্ত মামলা ১) বিনিময় পত্র, হুণ্ডি বা অঙ্গীকার পত্রের উপর সব মামলা যদি এতদধীনে বর্ণিত বিধান অনুযায়ী বাদী অগ্রসর হতে ইচ্ছুক হয়, তা হলে নির্ধারিত ফরমে আরজি উত্থাপন করে তা রুজু করতে হবে, কিন্তু সমন খ'-পরিশিষ্টের ৪নং ফরমে বা সময় সময় নির্ধারিত অপর কোন ফরমে প্রদান করতে হবে। ২) আরজি এবং জবাব যথাক্রমে অনুরূপ ফরমসমূহে দেয়া হলে বিবাদী মামলায় হাজির হতে বা আত্মপক্ষ সমর্থন করতে পারবে না, যদি না, সে অতঃপর এটাতে বর্ণিত বিধান অনুযায়ী কোন বিচারকের কাছে হতে এরূপ হাজিরার এবং আত্মপক্ষ সমর্থনের অনুমতি লাভ করে থাকে; এবং অনুরূপে সে অনুমতি লাভে ব্যর্থ হলে বা সে অনুযায়ী সে হাজির হতে এবং আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হলে আরজিতে বর্ণিত অভিযােগগুলি স্বীকৃত বলে পরিগণিত হবে এবং বাদী ডিক্রীর অধিকারী হবে। ক) দলিলে পাওনা মূল টা...