Skip to main content

Posts

Showing posts with the label আদেশ ৩৬ বিশেষ মামলা দেওয়ানী কার্যবিধি আইন

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

আদেশ ৩৬ বিশেষ মামলা দেওয়ানী কার্যবিধি আইন

Order 36 Special Case আদেশ ৩৬ বিশেষ মামলা দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৩৬ বিধি ১ আদালতের অভিমতের জন্য মামলা বলার ক্ষমতা ১) কোন ঘটনা বা আইনের প্রশ্নের সিদ্ধান্তে স্বার্থ সংশ্লিষ্ট দাবিদার পক্ষগণ, উক্ত প্রশ্নটি মামলার ফরমে আদালতের অভিমতের জন্য বিবৃত করে একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হতে পারে, এবং এরুপ শর্তের বিধান করে যে, উক্ত প্রশ্ন সম্পর্কে আদালতের পর্যবেক্ষণীর উপর ক) পক্ষগণ দ্বারা নির্ধারিত বা আদালত দ্বারা নির্ধারিত অংকের টাকা একপক্ষ দ্বারা তাদের অপর পক্ষকে প্রদান করতে হবে; বা খ) চুক্তিতে বর্ণিত স্থাবর বা অস্থাবর কিছু সম্পত্তি পক্ষগণের এক পক্ষ দ্বারা তাদের অপর পক্ষকে অর্পণ করতে হবে; কিংবা গ) এক বা একাধিক পক্ষ চুক্তিতে বর্ণিত অপর বিশেষ কর্ম করবে বা করা হতে বিরত থাকবে। ২) এই বিধির অধীনে বিবৃত প্রত্যেক মামলা ধারাবাহিকভাবে নম্বরভুক্ত অনুচ্ছেদে বিভক্ত করতে হবে এবং তাতে উত্থাপিত প্রশ্নের মীমাংসা করতে আদালতকে সমর্থ করার জন্য দরকারি অনুরূপ তথ্যগুলাে সংক্ষিপ্ত আকারে বিবৃত করতে হবে এবং অনুরূপ দলিলপত্র উল্লেখ থাকবে। আদেশ ৩৬ বিধি ২ যেক্ষেত্রে বিষয়বস্তুর মূল্য অবশ্যই বিবৃত করতে হবে যেক্ষেত্রে কোন সম...