Skip to main content

Posts

Showing posts with the label আদেশ ৩৫ স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার মামলা

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আদেশ ৩৫ স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার মামলা

Order 35 Interpleader Suit আদেশ ৩৫ স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার মামলা আদেশ ৩৫ বিধি ১ ইন্টারপ্লিডার মামলা বা স্বার্থবিহীন ব্যবহার মামলায় আরজি প্রত্যেক ইন্টারপ্লিডার মামলা বা স্বার্থবিহীন ব্যবহার মামলায় আরজির জন্য দরকারি অন্যান্য বিবৃতির অতিরিক্ত নিম্নবর্ণিত বিষয়গুলি বিবৃত করতে হবে- ক) বাদী দায় বা খরচাদি ছাড়া বিতর্কিত বিষয়বস্তুতে অপর কোন স্বার্থ দাবি করে না, খ) বিবাদীগণ দ্বারা দাবিগুলাে স্বতন্ত্রভাবে প্রণীত হয়েছে, এবং গ) বাদী ও বিবাদীগণের ভিতর কোন রূপ যােগ-সাজস নাই বলে আরজিতে বিবৃত থাকবে। আদেশ ৩৫ বিধি ২ দাবিকৃত বস্তু আদালতে প্রদান যেক্ষেত্রে দাবিকৃত বস্তু আদালতে প্রদানের বা আদালতের হেফাজতে রাখিবার যােগ্য হয়, সেক্ষেত্রে মামলায় বাদী কোন আদেশের অধিকারী হওয়ার আগে বাদীকে তা অনুরূপভাবে প্রদান করতে বা স্থাপন করতে তলব করা যেতে পারে। আদেশ ৩৫ বিধি ৩ বাদীর বিরুদ্ধে বিবাদী মামলা করলে কর্মধারা যেক্ষেত্রে কোন স্বার্থবিহীন ব্যবহার মামলায় কোন একজন বিবাদী উক্ত মামলার বিষয়বস্তু সম্পর্কে বস্তুতঃ বাদীর বিরুদ্ধে মামলা করে, সেক্ষেত্রে যে আদালতে বাদীর বিরুদ্ধে মামলা বিচারাধীন আছে, স্বার্...