- Get link
- X
- Other Apps
Order 3 Recognized Agents and Pleaders - Civil Procedure Code আদেশ ৩ স্বীকৃত এজেন্ট এবং আইনজীবীবৃন্দ দেওয়ানী কার্যবিধি আইন বিধি ১ থেকে বিধি ৬ বিধি ১ উপস্থিতি ইত্যাদি ব্যক্তিগতভাবে, স্বীকৃত প্রতিনিধি বা আইনজীবীর মারফতে হতে পারে মােকদ্দমার কোন পক্ষের আদালতে হাজিরা দেয়া, দরখাস্ত করা বা আইন অনুযায়ী অপর যা করা কর্তব্য, প্রত্যক্ষভাবে অপর কোন বিপরীত বিধান না থাকলে উক্ত কর্মগুলি সংশ্লিষ্ট পক্ষ ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে পারে, বা তার স্বীকৃত প্রতিনিধি দ্বারা বা তার পক্ষে কোন আইনজীবীর দ্বারা দরকারি হাজিরা দিতে, দরখাস্ত করতে বা অপর কোন কাজ সমাধান করতে পারে। তবে শর্ত হল যে, আদালত নির্দেশ প্রদান করলে সংশ্লিষ্ট পক্ষের হাজিরা বা উপস্থিতি ব্যক্তিগতভাবেই দিতে হবে। বিধি ২ স্বীকৃত প্রতিনিধি নিম্নোক্ত স্বীকৃত প্রতিনিধিগণ পক্ষগণের ভিতর হতে হাজিরা দেয়া, আবেদনপত্র পেশ করা বা অপর কর্ম সম্পন্ন করতে পারে। ক) পক্ষগণের ভিতর হতে হাজিরা প্রদান করা, আবেদনপত্র পেশ করা বা অপর কর্ম সমাধান করার লক্ষ্যে যাদের পাওয়ার অব অ্যাটর্নি আছে; খ) সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারভূক্ত এলাকাধীন বসবাস করে না, এই ধরনের কোন পক্ষের ভিত...