- Get link
- X
- Other Apps
Order 24 Payment into Court Civil Procedure Code আদেশ ২৪ আদালতে জমা প্রদান দেওয়ানি কার্যবিধি আইন আদেশ ২৪ বিধি ১ দাবি মিটানাের জন্য বিবাদী ছারা টাকা আদালতে জমা দেয়া ঋণ বা ক্ষতিপূরণ আদায়ের মামলায় বিবাদী মামলার যেকোন পর্যায়ে তার বিবেচনা মত দাবির সম্পূর্ণ মিটাইবার অনুরূপ পরিমাণ অর্থ আদালত জমা প্রদান করতে পারে। আদেশ ২৪ বিধি ২ জমা দেয়ার নোটিশ আদালতে টাকা জমা দেয়ার বিষয়ে বিবাদী দ্বারা বাদী বরাবর আদালতের দ্বারা নােটিশ প্রদান করতে হবে এবং বাদীর আবেদনক্রমে উক্ত জমা দেয়া টাকা (আদালত অন্যরূপ নির্দেশ না দিলে) বাদীকে পরিশােধ করা হবে। আদেশ ২৪ বিধি ৩ নোটিশের পর বাদীকে জমার উপর সুদ নামঞ্জুর বিবাদীর জমা দেয়া টাকা দ্বারা দাবির পূরণ হােক বা কম হােক, অনুরূপ নােটিশ প্রাপ্তির তারিখ হতে বাদীকে উক্ত জমাকৃত টাকার উপর সুদ অনুমােদন করা যাবে না। আদেশ ২৪ বিধি ৪ আংশিক পরিতুষ্টি হিসেবে বাদী জমা টাকা গ্রহণ করলে পদ্ধতি ১) যেক্ষেত্রে বাদী উক্ত টাকা তার দাবির কেবল আংশিক মিটানাে হিসেবে এরূপ টাকা গ্রহণ করে, সেক্ষেত্রে সে বাকী টাকার জন্য তার মামলা চালাইতে পারবে; এবং যদি আদালত সিদ্ধান্ত নেয় যে, বিবাদীর জমা দেয়...