- Get link
- X
- Other Apps
Order 23 withdrawal and adjustment of Suits আদেশ ২৩ মামলা প্রত্যাহার ও সমন্বয় দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২৩ বিধি ১ মামলা প্রত্যাহার বা বাদীর আংশিক পরিত্যাগ ১) মামলা হবার পর যে সময় বাদী সব বা যে কোন বিবাদীর বিরুদ্ধে তার মামলা প্রত্যাহার করতে বা তার দাবির আংশিক পরিত্যাগ করতে পারবে। ২) যেক্ষেত্রে আদালতের কাছে এটা সন্তোষজনক হয় যে, ক) কিছু রীতিসিদ্ধ ত্রুটির কারণে অবশ্যই ব্যর্থ হবে; কিংবা খ) মামলার বিষয়বস্তুর জন্য বা কোন দাবির অংশের জন্য নুতনভাবে মামলা দায়েরের জন্য বাদীকে অনুমতি প্রদান করার অন্যান্য যথেষ্ট অজুহাত থাকে, সেক্ষেত্রে আদালত যথাযথ মনে করে এরূপ শর্তে বাদীকে উক্ত মামলার বিষয়বস্তু বা কোন বাদীর উক্ত অংশ সম্পর্কে নুতনভাবে মামলা করার স্বাধীনতা সহ উক্ত মামলা হতে প্রত্যাহার করার বা দাবির আংশিক পরিত্যাগ করার অনুমতি অনুমােদন করতে পারে। ৩) যেক্ষেত্রে উপবিধি (২) এ বর্ণিত অনুমতি ছাড়া বাদী মামলা প্রত্যাহার করে বা দাবির আংশিক পরিত্যাগ করে সেক্ষেত্রে সে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মামলার খরচাদির জন্য দায়ী হবে এবং উক্ত বিষয়বস্তু বা আংশিক দাবি সম্পর্কে নুতনভাবে কোন মামলা করতে বারিত হবে।...